সেনাপ্রধান কর্তৃক সুদানে মোতায়েনরত বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষা মিশন এলাকা পরিদর্শন

Uncategorized অন্যান্য


নিজস্ব প্রতিবেদক : সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি (বার), ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি সুদান পরিদর্শনের প্রথম দিনে গতকাল মঙ্গলবার ১৪ মার্চ, মোতায়েনরত বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষা মিশন এলাকা পরিদর্শন করেন।

এসময় তিনি মতবিনিময় সভার মাধ্যমে শান্তিরক্ষা মিশন সংক্রান্ত বিভিন্ন বিষয়াদি সম্পর্কে বাংলাদেশী শান্তিরক্ষীদের নিকট হতে অবগত হন। পরবর্তীতে তিনি শান্তিরক্ষীদের জন্য মূল্যবান দিক নির্দেশনা প্রদান করেন। এছাড়াও তিনি কাদুগলির মুরতা ভিলেজ এলাকায় বঙ্গবন্ধু ফ্রি মেডিকেল ক্লিনিকের উদ্বোধন করেন ।

সেনাবাহিনী প্রধান ইউনিসফার ফোর্স কমান্ডার মেজর জেনারেল বেঞ্জামিন ওলফেমি শোয়ার এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশী ডেপুটি ফোর্স কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল বাকির, বিভিন্ন এজেন্সির প্রধানগন, ১৪ ডিভিশন কমান্ডার, কাদুগলির গভর্নর, স্থানীয় ভিলেজ প্রধানগণ, স্থানীয় গন্যমান্য এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ। (তথ্য সূত্র : আইএসপিআর)


বিজ্ঞাপন
👁️ 14 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *