সিলেট সেক্টরে বিজিবি’র নামে চাঁদাবাজ চক্রের বিরুদ্ধে মামলা : ১ জন গ্রেফতার 

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর জাতীয় প্রশাসনিক সংবাদ সারাদেশ সিলেট

বিশেষ প্রতিবেদক : বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশের (বিজিবি) নাম ভাঙিয়ে সীমান্তবর্তী ধোপাজান চলতি নদীতে ইজারাবিহীন বালি-পাথরবাহী নৌযান থেকে চাঁদা আদায়কারী চক্রের বিরুদ্ধে বিজিবির পক্ষ থেকে মামলা করা হয়।


বিজ্ঞাপন

এ মামলায় একজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ফরিদ মিয়া জেলার বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের হাসেম মিয়ার ছেলে। বিজিবির পক্ষ থেকে বিজিবির নামে সীমান্তে থাকা কথিত সোর্স পরিচয়ধারী চাঁদা আদায়কাররি চক্রের বিরুদ্ধে এই প্রথমবারের মত মামলাটি দায়ের করা হয়স্ব-প্রণোদিত হয়ে বিজিবির পক্ষ থেকে ।

মঙ্গলবার বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশের (বিজিবি) সিলেট সেক্টরের ২৮-সুনামগঞ্জ ব্যাটালিয়নের বিশ্বম্ভরপুর উপজেলার ডলুরা বিওপির ক্যাম্প কমান্ডার ঈশ্বর চন্দ্র পণ্ডিত বাদী হয়ে এ মামলা করেন। মামলায় গ্রেফতার ফরিদসহ অজ্ঞাতনামা আরও কয়েকজন সহযোগীকে আসামি করা হয়েছে।


বিজ্ঞাপন

বুধবার সিলেট সেক্টর ও সুনামগঞ্জের দয়িত্বশীল বিজিবি অফিসার এ তথ্য নিশ্চিত করেন।


বিজ্ঞাপন

২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশের (বিজিবি) সুনামগঞ্জ ব্যাটালিয়নের দায়িত্বশীল বিজিবি অফিসার আরো জানান, ইজারাবিহীন ধোপাজান চলতি নদীতে অভিযুক্ত ফরিদসহ তার কয়েকজন সহযোগী বিজিবির নামে অবৈধভাবে বালি-পাথর উত্তোলনকারী চক্র ও নৌযান মালিক সুকানী মাঝিদের কাছ থেকে চাঁদা আদায় করে আসছিল। বিষয়টি বিজিবির ঊর্ধ্বতন অফিসারদের নজরদারিতে আসার পর বিজিবি চাঁদাবাজদের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নেয়।

বুধবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানার ডিউটি অফিসার জানান বিজিবির পক্ষ থেকে মামলা করার পর অভিযুক্ত আসামি ফরিদকে গ্রেফতার করা হয়েছে।।

👁️ 10 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *