
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি : পূর্ব সুন্দরবনে রাস উৎসবকে কেন্দ্র করে একদল শিকারি হরিণ শিকারের পরিকল্পনা করেছিল। তবে তাদের সে পরিকল্পনা ভেস্তে দিয়েছে বন বিভাগের স্মার্ট টিম।

গতকাল শনিবার (১ নভেম্বর) দিবাগত-রাতে কোকিলমনি টহল ফাঁড়ির হোন্দল সংলগ্ন বনাঞ্চলে পায়ে হেঁটে অভিযান চালিয়ে ১০০টি হাঁটা ফাঁদ, সাতজন আসামী ও দুটি ট্রলার জব্দ করে স্মার্ট টিমের সদস্যরা।
অভিযান পরিচালনা করেন স্মার্ট টিমের টিম লিডার দ্বিলীপ কুমার মজুমদার। তার নেতৃত্বে থাকা বনকর্মীরা জানান, রাস উৎসব ঘিরে প্রতিবছরই কিছু অসাধু ব্যক্তি সুন্দরবনে প্রবেশ করে হরিণ শিকারের চেষ্টা করে।

এবারও তারা একই পরিকল্পনা করেছিল, তবে আগেভাগেই গোপন সংবাদের ভিত্তিতে টিম মোতায়েন থাকায় চোরাশিকারিরা হাতেনাতে ধরা পড়ে। জব্দকৃত আলামত ও আটককৃত আসামীদের বর্তমানে বাগেরহাট আদালতে পাঠানো হচ্ছে।

এ বিষয়ে পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোঃ রেজাউল করিম চৌধুরী বলেন, “রাস উৎসবের সময় সুন্দরবনে প্রচুর মানুষ আসে, সেই সুযোগে শিকারিরা সক্রিয় হয়। কিন্তু এবার আমরা আগেই প্রস্তুত ছিলাম।
হরিণ শিকার রোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।” সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি।”
