অ্যাটকোর মহাসচিব হলেন একুশে টেলিভিশনের চেয়ারম্যন আব্দুস সালাম

Uncategorized জাতীয় ঢাকা বিশেষ প্রতিবেদন রাজধানী সংগঠন সংবাদ সারাদেশ

একুশে টেলিভিশনের চেয়ারম্যান আব্দুস সালাম।


বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক  : অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) মহাসচিব হয়েছেন একুশে টেলিভিশনের চেয়ারম্যান আব্দুস সালাম। গতকাল সোমবার (১৭ নভেম্বর) অ্যাটকোর ৬৮তম নির্বাহী পরিষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

অ্যাটকোর সভাপতি অঞ্জন চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান মহাসচিবের অনুপস্থিতির কারণে একুশে টিভির চেয়ারম্যান আব্দুস সালাম মহাসচিব পদে দায়িত্ব গ্রহণ করার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।


বিজ্ঞাপন

একুশে টেলিভিশনের সাথে আব্দুস সালামের দীর্ঘ সংগ্রাম জড়িত। ২০০২ সালে তৎকালীন সরকার চ্যানেলটি বন্ধ করে দেওয়ার পর প্রাক্তন চেয়ারম্যান এএস মাহমুদ দেশ ছেড়ে চলে যাওয়ার পর তিনি চ্যানেলটির দায়িত্ব গ্রহণ করেন । দীর্ঘ আইনি লড়াই শেষে তিনি সেই সময় আদালতের রায়ে একুশে টেলিভিশন ফিরে পান। তারপর একুশে টেলিভিশন পুরনো শ্রেষ্ঠত্বের পথেই হাটছিল তার নেতৃত্বে।


বিজ্ঞাপন

কিন্তু শকুনরা যেন পিছু ছাড়ে না একুশে টেলিভিশনের ও চেয়ারম্যান আব্দুস সালামের।পতিত স্বৈরাচার হাসিনার প্রত্যক্ষ হুকুমে তার ক্যাডার আবদুস সোবহান গোলাপের তত্ত্বাবধানে একুশে টেলিভিশন দখলে নেয় লুটেরা এস আলম গ্রুপ। কারাগারে যেতে হয় আব্দুস সালামকে।

৫ আগস্টে জনতা আব্দুস সালামকে আবার জনতার চ্যানেল একুশে টেলিভিশনের নেতৃত্ব দেওয়ার দাবি জানায়। একইদিন বিপুল মানুষের ভালবাসায় শিক্ত হয়ে হয়ে প্রিয় চ্যানেলে একুশে টেলিভিশনের হাল ধরেন আব্দুস সালাম। বর্তমানে তার নেতৃত্বে একুশে টেলিভিশনের কর্মীরা গৌরবের আসন পুনরুদ্ধারে কাজ করে যাচ্ছে।

👁️ 48 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *