
ফটিকছড়ি প্রতিনিধি : চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহারকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে ফটিকছড়ি বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

১৭নভেম্বর সোমবার বিকাল ৩টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, ‘কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহার একজন ত্যাগী ও যোগ্য ব্যক্তিই। তিনি দীর্ঘদিন ধরে ফটিকছড়ির সাধারণ মানুষের পাশে থেকে দল ও এলাকার কল্যাণে কাজ করে যাচ্ছেন।
২০১৮সালে তিনি ধানের শীষের প্রচারণায় ফটিকছড়িতে রক্তাক্ত হন। দলের সংকটময় সময়ে তিনি মাঠে থেকে দায়িত্ব পালন করেছেন, যা তৃণমূলের কাছে আরও জনপ্রিয় করেছে। তারা আরো বলেন, গত বছরের ৫ আগস্টের পর থেকে পুরো ফটিকছড়িতে তিনি সংগঠনকে নতুনভাবে পুনর্গঠন করেছেন ১১টি অঙ্গ সংগঠনসহ।

সংগঠনকে দক্ষতার সঙ্গে পরিচালনা করে তৃণমূল পর্যায়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতৃত্ব নির্বাচনের দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। তাই বিএনপি হাই কমান্ডের কাছে আমাদের একটাই আহ্বানড়তাঁকেই মনোনয়ন দেওয়া হোক।

পৌর বিএনপি নেতা মোঃ এমরান সভাপতিত্বে, নুরুল আবছার চৌধুরী ও নাছির উদ্দীন সিকদার সঞ্চালনায় বক্তব্য রাখেন
সরোয়ার মফিজ,মোঃ সরোয়ার হোসেন,নুরুল ইসলাম তালুকদার,মোঃ হাসান,জসিম উদ্দীন,সামশুল আলম সিকদার
মাওলানা নুরুল আলম,আবদুল মাবুদ মুন্সি,এড.লিয়াকত আলী চৌধুরী,মোঃ নুরুল আলম মেম্বার,তাসলিমা আক্তার মনি,ডাঃ মোঃ রুবেল কামাল উদ্দীন,জসিম উদ্দীন,আবুল হাসেম মেম্বার,রাসেল রাসু,হারুনুর রশিদ,দিদারুল আলম,সাগর চৌধুরী,মোঃ হারুন,সিজারুল ইসলাম,যুবদল নেতা ইব্রাহীম বিজয়,শহিদুল ইসলাম শহিদ,ছাত্রনেতা ইঞ্জিনিয়ার বেলাল উদ্দীন মুন্না,শরিফ প্রমূখ।
এর আগে গত ৭ নভেম্বর চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের বিবিরহাট, নাজিরহাট ঝংকার ও হেয়াকো এলাকায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ও গত ১০ নভেম্বর বিকেলে উপজেলার দাঁতমারা ইউনিয়নে,১৪ নভেম্বর দক্ষিণ ফটিকছড়িতে মহাসড়কে এ মানববন্ধন করেন।
