জৈন্তিয়া কেন্দ্রীয় পরিষদ কানাইঘাট শাখার সভা অনুষ্ঠিত

সারাদেশ

শাহ ইসমাইল, সিলেট ব্যুরো : প্রাচীন স্বাধীন জৈন্তিয়া রাজ্যের ঐতিহ্য ইতিহাস ,সাহিত্য ও সংস্কৃতি ধারণকারী বৃহত্তর জৈন্তায় শিক্ষার উন্নয়ন, সমাজ সংস্কার ও অধিকার আদায়ে বলিষ্ট ভুমিকা পালনকারী সংগঠন ” জৈন্তিয়া কেন্দ্রীয় পরিষদের ” কানাইঘাট উপজেলা আহবায়ক কমিটির প্রথম সভা শনিবার রাত ৮ ঘটিকার সময় সিলেট শহরের একটি অভিজাত রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়। কানাইঘাট উপজেলা কমিটির আহবায়ক মোঃ মোস্তাক চৌধুরীর সভাপত্বিে ও যুগ্নআহবায়ক আফসার উদ্দিন আহমদ চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন কমিটির সদস্য মাসুদ আহমদ চেয়ারম্যান, এডভোকেট মামুনুররশিদ (এ,পি,পি,) গিয়াস উদ্দিন, হুমায়ুন কবির, মাষ্টার শাহ ইসমাইল, হুমায়ুন আজাদ, জহিরুল ইসলাম তুহেল,কয়ছর আহমদ, ফজলুল বাছিত বিলাল প্রমুখ, সভায় উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভার কমিটি গঠনের লক্ষ্যে ব্যাপক আলাপ আলোচনা পর প্রতিটি ইউনিয়ন ও পৌরসভার ৩-জনকে দায়িত্ব প্রদান করা হয় এবং সবার সর্ব সম্মতিক্রমে সিদান্ত হয় আগামী ১০ অক্টোবরের মধ্যে ৩১ সদস্যদের নাম আহবায়ক কমিটিতে জমা প্রদান করতে হবে। সভায় উপজেলার শিক্ষা প্রতিষ্টানের শিক্ষক সংকট বিষয়ে আগামী সভায় আলোচনা করা হবে বলে জানানো হয়। সভায় সম্প্রতি সিলেট এম,সি,কলেজে সংঘটিত অনাকাংখিত ঘটনার তীব্র নিন্দা জানানো হয় এবং প্রকৃত দোষী ব্যাক্তিদের দৃষ্টান্ত মুলক শাস্তি দাবী করা হয়। সভায় কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারন সম্পাদক ফয়েজ আহমদ বাবরের মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়। পরিশেষে সভাপতি উপস্তিত সবাইকে স্বতঃস্ফূর্ত অংশ গ্রহনের জন্য ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।


বিজ্ঞাপন