নিজস্ব প্রতিনিধি : কোতোয়ালি মডেল (কুমিল্লা) থানার মামলা নং- ৩২ তারিখ ১৫/১০/২০২০ ইং, ধারা- ৪০৬/৪৬৮/৪৭১/৩৪ পেনাল কোড।
অদ্য ইং ২২/১১/২০২০ তারিখ দিবা পূর্ব রাত্রি ০৩.৩০ ঘটিকার সময় লাকসাম থানাধীন নাউটি রেল স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে সূত্রে বর্নিত মামলার এজাহারনামীয় আসামী ১। মোঃ রুবেল(৩০), ২। পিয়ার আহমেদ(৩৩), উভয়ই পিতা মৃত ইসমাইল হোসেন, সাং-নাউটি, থানা – লাকসাম, জেলা- কুমিল্লা দের মামলার তদন্তকারী অফিসার এসআই মোঃ হুমায়ন কবির সংগীয় অফিসার ও ফোর্স সহ গ্রেফতার করেন।
তাদের জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে। শীঘ্রই বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

👁️ 8 News Views
