কমে যাচ্ছে সৌদি প্রবাসীদের বেতন

আন্তর্জাতিক এইমাত্র

সৌদি আরবে মাসিক ৫০০ সৌদি রিয়াল বা প্রায় ১০ হাজার টাকার কম বেতনে ২৫ লাখের বেশি বিদেশি নাগরিক কাজ করেন। অন্যদিকে ৫০০ সৌদি রিয়াল থেকে ১ হাজার সৌদি রিয়াল বা ২০ হাজার টাকা পর্যন্ত বেতন পান- এমন বিদেশি রয়েছে প্রায় ৩০ লাখ। অর্থাৎ সব মিলিয়ে প্রায় ৫ লাখ ৫০ হাজার বিদেশি গড়ে ১ হাজার সৌদি রিয়াল বেতন নিয়ে কাজ করেন


বিজ্ঞাপন

এতে আরও বলা হয়েছে, সৌদি আরবের জেনারেল অর্গানাইজেশন ফর সোস্যাল ইন্স্যুরেন্সের ৩৪ হাজার ৩৫১ জন সৌদি নাগরিক নিজেদের নাম নিবন্ধন করেছেন; যাদের মাসিক আয় ২ হাজার সৌদি রিয়াল বা ৪০ হাজার টাকার কম। এছাড়া ১ লাখ ১১ হাজার ৬৯৪ জন সৌদি নাগরিকের মাসিক আয় আড়াই হাজার সৌদি রিয়ালের কম এবং অপর ১৬ হাজার ৭৭৯ জন সৌদি নাগরিকের মাসিক আয় ৩ হাজার সৌদি রিয়াল বা ৬০ হাজার টাকার কম বলে ওই বিমা প্রতিষ্ঠানের নিবন্ধন ফর্মে উল্লেখ করা হয়েছে।

ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২ লাখ ৫০ হাজারের বেশি সৌদি নাগরিকের মাসিক আয় ১০ হাজার সৌদি রিয়াল বা ২ লাখ টাকার বেশি। এছাড়া সৌদি আরবে কর্মরত প্রায় ২ লাখ ৩০ হাজার বিদেশি নাগরিকের মাসিক আয় ১০ হাজার সৌদি রিয়াল বা ২ লাখ টাকা। সৌদি আরবের সংবাদমাধ্যম আরব নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে


বিজ্ঞাপন
👁️ 13 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *