দেড় মণেরও অধিক গাঁজাসহ আটক ৫ দুর্ধর্ষ মাদক কারবারি

অপরাধ

 

 

নিজস্ব প্রতিবেদক : আজ ভোরে (১২ জানুয়ারি, ২০২১) র‍্যাব-১২ এর হাতে একটি গোয়েন্দা তথ্য আসে। তথ্যমতে, মাদকের একটি বড় চালান পাবনা হয়ে পরিবহন হতে চলেছে। সে অনুযায়ী প্রস্তুতি নিয়ে তৎক্ষনাৎ পাবনা সদর এলাকায় পৌঁছে যায় র‍্যাব-১২ এর একটি অপারেশন টিম। পূর্বের ন্যায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে শুরু হয় গাড়ি তল্লাশি। খুবই সতর্কতার সহিত চলছিল একটার পর একটা গাড়ি তল্লাশি কেননা গোয়েন্দা তথ্যমতে মাদক কারবারির সংখ্যা দুইয়ের অধিক এবং তারা বেশ দুর্ধর্ষ। সুতরাং, র‍্যাব-১২ টিমের একটাই উদ্দেশ্য, কোনোরকম দুর্ঘটনা এড়িয়ে অপারেশন সফল করা।


বিজ্ঞাপন

পরে, ভোর ০৫ টার দিকে, গাড়ি তল্লাশির এক পর্যায়ে, একটি মিনি ট্রাক থামানোর সংকেত দেয় র‍্যাব-১২ এর টিম। উপায়ান্তর না দেখে থেমে যায় মিনি ট্রাক। কিন্তু বিপত্তি বাধায় ট্রাকের পিছনে থাকা একটি পিকআপ ভ্যান। পিকআপটি সামনে দাড়ানো ট্রাককে পাশ কাটিয়ে দ্রুতগতিতে পালানোর চেষ্টা চালালে সেটিও ধাওয়া করে থামানো হয়। এবার শুরু হয় দুটি গাড়ি তল্লাশি। প্রথমে পিকআপ ভ্যান থেকে উদ্ধার করা হয় গাঁজার প্যাকেট। পরে ট্রাকটি তল্লাশি করলে সেখান থেকেও উদ্ধার করা হয় একাধিক গাঁজার প্যাকেট। দুই গাড়িতে পাওয়া মোট গাঁজার পরিমাণ দাড়ায় *৬৪ কেজি*। দুটি গাড়ি থেকে আটক করা হয় মোট ০৫ জন মাদক কারবারিকে।

👁️ 7 News Views