নিজস্ব প্রতিনিধি : রাজধানীর কাওরানবাজার এলাকায় যানজটে এসে দাঁড়ায় প্রিজন ভ্যানটি। পাশে এসে দাঁড়িয়ে যান তার স্ত্রীও। অন্যস্বজনরাও দাঁড়িয়ে দেখছেন তা। তার স্ত্রী পুরো সময়টা জুড়ে চেষ্টা করেন একটু হাতের স্পর্শ পেতে। যদিও ভ্যানের উচ্চতার কারণে তা সম্ভব হয়ে ওঠেনি। এরপর চলে যায় ভ্যানটি। অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকেন তার স্ত্রী।

👁️ 5 News Views
