নিজস্ব প্রতিনিধি : চাইল্ড পর্নোগ্রাফির সাথে জড়িত সামিউল শেখ নামেৱ একজনকে সাত তলা, আইডিএইচ(IDH), স্টাফ কোয়ার্টার সংলগ্ন বস্তি এলাকা থেকে গ্রেফতার করে সিআইডি সাইবার টীম।
পল্টন থানার পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় সামিউল শেখকে দুদিনের ৱিমান্ড দিয়েছে। শিশু পর্নোগ্রাফির আরেক ঘটনায় সাভার থেকে এক দম্পতিকে গ্রেপ্তার করে সিআইডি সাইবার টিম।

সিআইডি সাইবার মনিটরিংয়ের বিশেষ একটি টিম বেশ কয়েকদিন যাবত চাইল্ড পর্নোগ্রাফির উপর নজর রাখছিল দেশিবিদেশি গোয়েন্দা তথ্যের মাধ্যমে উক্ত অপরাধীদের সন্ধান পায় ও তাদের গ্রেফতার করতে সক্ষম হয়।
👁️ 6 News Views
