শরণখোলায় পুকুর খননকালে মুক্তিযুদ্ধের সময়ের গুলি উদ্ধার

সারাদেশ

নইন আবু নাঈম,বাগেরহাট : বাগেরহাটের শরণখোলায় একটি সরকারি পুকুর খননের সময় প্রায় ১০ফুট মাটির নিচ থেকে পুরনো মেগজিনসহ ছয় রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। শনিবার দুপুরে উপজেলার ধানসাগর গ্রামের ধানসাগর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের পুকুরটি খননকালে গুলিভর্তি মেগজিনটি পায় শ্রমিকরা।
সংশ্লিষ্টদের মাধ্যমে বিষয়টি জানার পরে বিকেলে মেগজিন ও গুলি উদ্ধার করে শরণখোলা থানায় নিয়ে আসে পুলিশ। উদ্ধার হওয়ার মেগজিন ও গুলি স্বাধীনতা যুদ্ধের সময়ের হবে বলে পুলিশ ও স্থানীয়দের ধারণা।
ঠিকাদারের স্থানীয় প্রতিনিধি মো. সৈকত আকন জানান, জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের মাধ্যমে পুকুরটি তারা পুনখননের কাজ করছেন। শনিবার দুপুর ২টার দিকে শ্রমিকরা প্রায় ১০ফুট নিচে খনন করতে গিয়ে মাটির চাকার সঙ্গে মেগজিনটি উঠে আসে। পরে থানা পুলিশকে অবহিত করা হয়।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান জানান, সরকারি পুকুর খননকালে উদ্ধার হওয়া মেগজিন ও গুলি জব্দ তালিকা করে থানা হেফাজতে রাখা হয়েছে। এগুলো একাত্তর সালের মুক্তিযুদ্ধের সময়ের বলে স্থানীয়দের মাধ্যমে জানা গেছে।


বিজ্ঞাপন