নিজস্ব প্রতিনিধি : শুক্রবার বিকেলে রাজশাহী জেলা পুলিশের আয়োজনে বাংলাদেশ পুলিশ কাবাডি রাজশাহী আঞ্চলিক পর্ব ২০২১ প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আব্দুল বাতেন, বিপিএম, পিপিএম, ডিআইজি, রাজশাহী রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, রাজশাহী। গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন আরএমপি’র সম্মানিত পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক মহোদয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার), পুলিশ সুপার, রাজশাহী জেলা। এছাড়া আরও উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জ এবং আরএমপির উর্ধতন কর্মকর্তাবৃন্দ। আমন্ত্রিত অতিথিগণ খেলা শেষে দলগুলোর মাঝে পুরস্কার বিতরণ করেন।

👁️ 7 News Views
