সরকারের উন্নয়ন মুলক কাজকে এগিয়ে নিতে সকলের সহযোগীতা চাই : ডিসি বাগেরহাট

সারাদেশ

নইন আবু নাঈম, বাগেরহাট : ডিজিটাল বাংলাদেশের রুপকার বর্তমান সরকারের উন্নয়ন মুলক কাজকে এগিয়ে নিয়ে যেতে সকলের সহযোগীতা প্রয়োজন। সবার সহযোগীতা পেলে দেশকে এগিয়ে নিয়ে যাবার যে লক্ষ্য সরকারের রয়েছে, তা দ্রুত সফল করা সম্ভব বলে আশাকরেন। সোমবার দুপুরে কচুয়া উপজেলা প্রশাসন আয়োজিত সকল বিভাগীয় কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় বাগেরহাটের নবাগত জেলা প্রশাসক আ.ন.ম. ফয়জুল হক একথা বলেন।


বিজ্ঞাপন

কচুয়া উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথের সভাপতিত্বে শেখ তন্ময় অডিটরিয়ামে এ মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্যদেন কচুয়া উপজেলা চেয়ারম্যান এসএম মাহফুজুর রহমান,উপজেলা আ.লীগের সহ-সভাপতি মো.সাইফুল ইসলাম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাজরা জাহিদুল ইসলাম মন্নু।

এর আগে সকালে শহীদ শেখ ফজলুল হক মনি কারিগরী কলেজে নবাগত জেলা প্রশাসকের আগমন উপলক্ষে সুধি সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময়ে বক্তব্যদেন সাবেক সংসদ সদস্য এ্যাড.মীর শওকাত আলী বাদশা ও শহীদ শেখ ফজলুল হক মনি কারিগরী কলেজের অধ্যক্ষ নরেশ চন্দ্র রায়।

এ দুটি অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কচুয়া থানার ওসি মো.মনিরুল ইসলাম, সাবেক প্রধান শিক্ষক সুবোধ চন্দ্র সাহা,সাবেক উপাধ্যক্ষ ক্ষিতিশ চন্দ্র মন্ডল,কচুয়া উপজেলা ভাইস চেয়ারম্যান শিকদার ফিরোজ আহমেদ ও নাজমা সরোয়ার, কচুয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ সুধাংকু শেখর অধিকারী, শহীদ শেখ আবু নাসের মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হরপ্রশাদ মিত্র, আবাসিক মেডিকেল অফিসার(আরএমও) ডা.মনিশংকর পাইক, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক , শিকদার আবু বক্কর সিদ্দিক, যুগ্ম সাধারন সম্পাদক শিকদার কামরুল হাসান কচি, উপজেলা যুবলীগের আহবায়ক শেখ মনিরুজ্জামান ঝুমুর, কচুয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক কাজী সাইদুজ্জাামান সাইদ, ইউনিয়ন চেয়ারম্যান শিকদার হাদিউজ্জামান হাদিজ, শেখ মকবুল হোসেন, এ্যাড.পংকজ কান্তি অধিকারী,তাসলিমা বেগম,নকীব ফয়সাল অহিদ প্রমুখ।

এছাড়া নবাগত জেলা প্রশাসক আ.ন.ম. ফয়জুল হক কচুয়া থানা, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়,উপজেলা ভুমি অফিস ও কচুয়া সদর ইউনিয়ন ভুমি অফিস পরিদর্শন করেন।