সরিষাবাড়ীতে অগ্নিকান্ডে ৫ লাখ টাকার সম্পদ ভস্মীভূত, আহত ১

সারাদেশ

মোস্তাফিজুর রহমান,সরিষাবাড়ী : জামালপুরের সরিষাবাড়ীতে বসতঘর ও মনোহারী দোকানসহ ভয়াবহ অগ্নিকান্ডে ৫ লক্ষাধিক টাকার সম্পদ ভস্মীভূত হওয়ার ঘটনা ঘটেছে।গতকাল শুক্রবার ভোর রাতে উপজেলার ভাটারা ইউনিয়নের মাগুরিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। অগ্নিকান্ড থেকে ছেলে সিয়াম(১১)কে বাঁচাতে গিয়ে মা চায়না বেগম(৩০) অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হয়ে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
ফায়ার সার্ভিস ও ক্ষতিগ্রস্হ পরিবার সূত্রে জানা গেছে,সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়নের মাগুরিয়াপাড়া গ্রামের আব্দুল কাদের (৪৫) এর সাথে প্রতিবেশী আলতাফ আলীর মাঝে পূর্ব বিরোধের জের ধরে মামলা মোকদ্দমা চলে আসছিল। গতকাল শুক্রবার গভীর রাতে এক ব্যক্তি ৯৯৯ নম্বরে ফোন করেন পরে সরিষাবাড়ী ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশন সদস্যরা ঘটনা স্থলে উপস্থিত হয়ে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
এ ব্যাপারে ক্ষতিগ্রস্থ আব্দুল কাদের জানান, প্রতিবেশী আলতাফ হোসেন সহ তার লোকজন আমাকে ক্ষতিগ্রস্থ করতে ঘরে আগুন ধরিয়ে দেয়।আমি প্রশাসনের কাছে এর বিচার চাই।
প্রতিপক্ষ আলতাফ হোসেন পলাতক থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
ভাটারা ইউনিয়ন পরিষদের(ইউপি) চেয়ারম্যান বোরহান উদ্দিন বাদল জানান, মাগুরিয়াপাড়া গ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে বসত ঘরসহ মনোহারী দোকানের মালামাল অগ্নিকান্ডে ভস্মীভূত হয়েছে।
উপজেলা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এর সিনিয়র স্টেশন অফিসার মোঃ ইদ্রিস আলী জানান, এক ঘণ্টা পরিশ্রম করে আগুন নিয়ন্ত্রনে আনা হয়েছে। তিনি আরও জানান,অগ্নিকান্ডের কারণ জানা যায়নি।


বিজ্ঞাপন