এলপিজি অটোগ্যাস স্টেশন ও কনভার্শন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন গঠিত

অর্থনীতি এইমাত্র জাতীয়

সভাপতি সিরাজুল মাওলা
মহাসচিব হাসিন পারভেজ

 

 

নিজস্ব প্রতিবেদক : এলপিজি অটো গ্যাসকে আরো জনপ্রিয় করা ও পরিবেশবান্ধব এই জ্বালানিকে আরো সাশ্রয়ী মূল্যে মানুষের কাছে পৌঁছে দেয়ার লক্ষ্যে এ ব্যবসার সাথে সংশ্লিষ্ট অটো গ্যাস স্টেশন ও কনভার্শন সেন্টারের মালিকদের নিয়ে গঠিত হয়েছে এলপিজি অটোগ্যাস স্টেশন ও কনভার্শন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ।
শনিবার রাজধানীর স্পেক্ট্রা কনভেনশন সেন্টার অটো গ্যাস স্টেশন ও কনভার্শন সেন্টারের প্রায় দুই শতাধিক মালিকের উপস্থিতিতে এক সাধারণ সভায় স্মেট সার্ভিসেস অ্যান্ড সাদ মটরস এর স্বত্বাধিকারী মোহাম্মদ সিরাজুল মাওলাকে সভাপতি এবং গ্রিন ফুয়েল সিএনজি অ্যান্ড এলপিজি এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হাসিন পারভেজকে মহাসচিব করে সংগঠনের একটি ১৫ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।
সাধারণ সভায় বক্তারা বলেন এই সংগঠন সরকার, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন, বাল্ক এলপিজি অপারেটর এবং রিটেল এলপিজি খাতের সমন্বয়ের মাধ্যমে এই নতুন জ্বালানি খাতকে জনপ্রিয় করে তোলা হবে। তারা এ ব্যাপারে সরকার এবং এর সাথে সংশ্লিষ্ট সকল মহলের সহযোগিতা কামনা করেন।


বিজ্ঞাপন