নিজস্ব প্রতিবেদক : করোনায় আক্রান্ত হয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।
টিকা নেওয়ার ২৭ দিন পর তিনি ভাইরাসটির সংক্রমণের শিকার হন।
কেন্দ্রীয় পুলিশ লাইন্স হাসপাতালের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
বর্তমানে ডিএমপি কমিশনার রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ লাইন্স হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার শরীরের অবস্থা ভালো।
ডিএমপি কমিশনার গত ৬ মার্চ করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে নিশ্চিত করেছেন রাজারবাগ পুলিশ হাসপাতালের ডা. ইমদাদুল হক।
গত ৭ ফেব্রুয়ারি একই হাসপাতাল থেকে করোনার টিকা নেন ডিএমপি কমিশনার।

👁️ 15 News Views
