নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ঢাকা রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) হাবিবুর রহমান।
বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের এসপি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) ড. মো. এমদাদুল হক।
তিনি বলেন, ‘তিনি (হাবিবুর রহমান) করোনায় আক্রান্ত হয়ে মঙ্গলবার হাসপাতালে ভর্তি হয়েছেন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।’ বর্তমানে তিনি রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি আছেন।
প্রসঙ্গত, করোনায় দায়িত্ব পালন করতে গিয়ে এখন পর্যন্ত পুলিশের ৮৭ জন মৃত্যুবরণ করেছে। আক্রান্ত হয়েছে ২০ হাজারের অধিক সদস্য।

👁️ 8 News Views
