বিপুল পরিমান ভারতীয় বিড়িসহ গ্রেফতার ১

সিলেট

নিজস্ব প্রতিনিধি : বুধবার গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ মো: মনিরুল ইসলাম এর নেতৃত্বে এসআই/কল্লোল গোস্বামী সঙ্গীয় অফিসার এসআই/যতন চন্দ্র পাল, এসআই/স্নেহাশীষ পৈত্য, এএসআই/আপন মিয়া ও র্ফোসসহ বিকাল অনুমান ১৭:৩০ ঘটিকায় দক্ষিণ সুরমা থানাধীন ৩নং তেতলী
ইউনিয়নের বলদী গ্রামস্থ ১নং রোডের সৈয়দ মিয়ার বাড়ীর দক্ষিণে বলদী-বানেশ্বরপুর রাস্তার বড় ব্রীজের সামনে পাকা রাস্তার উপর অবস্থান নেয়। পাকা রাস্তায় চলতে থাকা দড়ি দিয়ে বাঁধা ২টি প্রাইভেট কারের সামনের গাড়ীটি (যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ক-০৩-২২৫৫) থামানোর সিগন্যাল দিলে গাড়ী থেকে অজ্ঞাতনামা ২/৩ জন লোক গাড়ী থামিয়ে দৌরে পালিয়ে যায় এবং ঢাকা মেট্রো-ক-০৩-৭৮৮৬ প্রাইভেট কার দড়ি দিয়া বাঁধা অবস্থায়, উক্ত প্রাইভেট কারে থাকা চালক মোঃ জুয়েল মিয়া (২৭) কে প্রাইভেটকার হতে নামিয়ে তার নাম ঠিকানাসহ প্রাইভেট কারে কি মালামাল আছে এবং প্রাইভেট কার টেনে নেওয়ার কারণ কি তা জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে আসামী মোঃ জুয়েল মিয়া (২৭) পিতা-শাহ আলম, সাং-কালিজুরী, পো: বাগিচাবাজার, থানা-বিশ্বনাথ, জেলা-সিলেট বলে নাম ঠিকানা প্রকাশ করলেও প্রাইভেট কারে কি কি মালামাল আছে তার সন্তোষজনক জবাব দিতে না পারায় সন্দেহ হলে তথায় উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশিকালে (ক) একটি সাদা রংয়ের প্রাইভেট কার, যার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ক-০৩-৭৮৬৬, যার পিছনের সিটে রাখা অবস্থায় ভারতীয় শেখ নাসিরুউদ্দিন বিড়ি ৭৫,০০০টি এবং গাড়ীর পিছনের বনেটে ২৬,০০০টি সহ সর্বমোট-১,০১০০০ টি বিড়ি, (খ) একটি সাদা রংয়ের প্রাইভেট কার, যার রেজিঃ নং- ঢাকা মেট্রো-ক-০৩-২২৫৫, ০৭/০৪/২০২১খ্রিঃ তারিখ ১৭:৪৫ ঘটিকার সময় জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। এ সংক্রান্ত গ্রেফতারকৃত আসামী মো: জুয়েল মিয়া (২৭) সহ অজ্ঞাতনামা ২/৩জন আসামীদের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানার মামলা নং-৭,তারিখ-০৭/০৪/২০২১খ্রি:, ধারা-১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি রুজু করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মো: মনিরুল ইসলাম, অফিসার ইনচার্জ, দক্ষিণ সুরমা থানা, এসএমপি, সিলেট।


বিজ্ঞাপন