লকডাউন কঠোরভাবে বাস্তবায়নে নির্দেশনা

খুলনা

নিজস্ব প্রতিনিধি : মঙ্গলবার আইজিপি ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার), বাংলাদেশ পুলিশ মহোদয়ের সভাপতিত্বে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে পবিত্র রমজান মাস উপলক্ষে আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং চলমান লকডাউন কঠোরভাবে বাস্তবায়ন বিষয়ে মাঠ পর্যায়ের পুলিশের সকল ইউনিট প্রধানগণের সাথে আইজিপি মহোদয়ের ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন

কেএমপি’র পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা মহোদয় সদর দপ্তরস্থ সম্মেলন কক্ষ থেকে উক্ত ভিডিও কনফারেন্স-এ অংশগ্রহণ করেন।

চলমান লকডাউন কঠোরভাবে বাস্তবায়ন করতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক জারীকৃত সকল নির্দেশনাসমূহ প্রতিপালন এবং আসন্ন পবিত্র রমজান মাসে পরিবহন সেক্টরে চাঁদাবাজি বন্ধ করতে কঠোর নির্দেশনা প্রদান করেন।

এ-সময় কেএমপি’র সদর দপ্তর থেকে উক্ত ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) এসএম ফজলুর রহমান; অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) সরদার রকিবুল ইসলাম (বিপিএম-সেবা); ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) মোল্লা জাহাঙ্গীর হোসেন; ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ আনোয়ার হোসেন; বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) রাশিদা বেগম; ডেপুটি পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ এহসান শাহ্; ডেপুটি পুলিশ কমিশনার (ডিবি) বি.এম নুরুজ্জামান (বিপিএম); ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ তাজুল ইসলাম; অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার (সিটিএসবি) মোঃ জাহাংগীর আলম এবং এসি স্টাফ অফিসার মোঃ হাফিজুর রহমানসহ সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ।