নিজস্ব প্রতিনিধি : করোনার সংক্রমণ রোধে দেশব্যাপী ফ্রি মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ এবং জনসচেতনমুলক লিফলেট বিতরণের কার্যক্রমের উদ্বোধন করেছেন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। রাজধানীর ফার্মগেট এলাকায় এই কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে নিখিল বলেন, বিএনপি এই মহামারির সময়ে জণগনের পাশে না থেকে তারা ষড়যন্ত্রের রাজনীতি নিয়ে ব্যস্ত রয়েছে। বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর আগেও যেমনি ভাবে মানুষের পাশে ছিলো এবারও সারাদেশে যুবলীগের নেতাকর্মীরা মানুষের পাশে থাকবে। এসময় সারাদেশের মানুষের পাশে থাকতে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ আহবান জানিয়েছেন বলেও জানান নিখিল।

👁️ 23 News Views
