আনসার আল ইসলাম’র দুই সদস্য গ্রেফতার

অপরাধ

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুরের পীরেরবাগ থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’র দুই সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৪। এসময় তাদের কাছ থেকে পাঁচটি বই উদ্ধার করা হয়েছে বলেও সংবাদমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে দাবি করা হয়।


বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের ৩০ মার্চ গ্রেফতারকৃত ‘আনসার আল-ইসলাম’র এক সদস্য থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ১৯ এপ্রিল রাত পৌনে ১০টার দিকে অভিযান চালিয়ে ‘আনসার আল-ইসলাম’র দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

তারা হলেন- মো. সাজ্জাদ হোসেন অপু (২২), তারেক মিয়া (১৯)। এদের মধ্যে অপু বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান হতে এইচএসসি সম্পন্ন করেছে। আর তারেক একটি বেসরকারি কোম্পানিতে কাজ করতো।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ‘আনসার আল ইসলাম’ এর সদস্য বলে স্বীকার করেছে। তারা ওই জঙ্গি সংগঠনের সদস্যদের সাথে নিয়মিত যোগাযোগ স্থাপনের পাশাপাশি অন্যদের উদ্ধুদ্ধকরণের জন্যে অনলাইনে বিভিন্ন উগ্রবাদী লেখালেখি ও ভিডিও প্রচার করত। একইসাথে তারা নিয়মিত চাঁদা সংগ্রহ করত বলেও ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি বাকি সদস্যদের গ্রেফতারে র‌্যাব এর গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।