নিজস্ব প্রতিনিধি : দূর্ঘটনা কবলিত ইন্দোনেশিয়ান নৌবাহিনীর সাবমেরিন এর নিহত ক্রুদের শেষ বিদায় জানিয়েছেন তাদের পরিবার -প্রিয়জন এবং ইন্দোনেশিয়ান মিলিটারী। নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে ইন্দোনেশিয়ান নৌবাহিনীর জাহাজ KRI Soeharso তে করে বালি সাগরে ডুবন্ত সাবমেরিনের দূর্ঘটনাটাস্হলে নিয়ে যাওয়া হয় পরিবারের সদস্যদের। পরিবারের সদস্য এবং বিভিন্ন বাহিনীর সদস্যরা সাগরে ফুল ছিটিয়ে শেষ বিদায় জানান সাবমেরিন ক্রুদের। প্রসঙ্গত টর্পেডো ফায়ারিং এক্সারসাইজের সময় দূর্ঘটনার শিকার হয়ে গভীর সাগরে তলিয়ে যাওয়া সাবমেরিনটির ক্রুদের মৃতদেহ এখনো উদ্ধার করা সম্ভব হয়নি,আদৌ মৃতদেহ তাদের পরিবার পাবে কিনা তাও নিশ্চিত নয়।

👁️ 4 News Views
