নিজস্ব প্রতিনিধি : মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার আব্দুল মোমেন পিপিএম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সিরাজদিখান থানাধীন বালুরচর ইউনিয়নের গ্রামবাসীদের নিয়ে মাদক সন্ত্রাস জঙ্গীবাদ ও টেটা/বল্লম বিরোধী সমাবেশ করেন। যুগের পর যুগ চলে আসা টেটা/বল্লম যুদ্ধ ও বংশ পরম্বপরায় লেগে থাকা বিবাদ নিস্পত্তি করণের লক্ষ্যে পুলিশ সুপার মহোদয় বিশেষ বক্তব্য রাখেন। এসময় উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলার চেয়ারম্যান জনাব মহিউদ্দিন আহম্মেদ, বালুরচর ইউনিয়েনের চেয়ারম্যান জনাব আবুবক্কর সিদ্দিক। উক্ত সমাবেশের সভাপতিত্ব করেন মোহাম্মদ বোরহান উদ্দিন, অফিসার ইনচার্জ, সিরাজদিখান থানা, মুন্সীগঞ্জ।

👁️ 5 News Views
