প্রকৃতির সহজ সরল ঘূর্ণাবর্তে নিজেরাই তলিয়ে যাই

বিবিধ

সাবরীনা মান্নান : বিবেক সম্পন্ন জাতি হিসেবে যখন আমরা মহান এই শক্তির উপর আস্থা হারিয়ে ফেলি, তখনই আমাদের কর্মের জন্য জবাবদিহিতার সমস্ত দুয়ারগুলো নিজেরাই রুদ্ধ করে ফেলি।


বিজ্ঞাপন

পরিনামে একসময় প্রকৃতির সহজ সরল ঘুর্নাবর্তে নিজেরাই তলিয়ে যাই।

বুদ্ধি ও যুক্তির প্যাচ কষে নির্মম সত্যের হাত থেকে পালিয়ে বাচা আমাদের জন্য দুস্কর হয়ে ওঠে।


বিজ্ঞাপন

তখন নিওয়তি নির্ধারিত হয়ে যায় তখন বলীর পাঠা বা কোরবানীর গরুর মতো চুরান্ত সত্যের কাছে নিজেকে সমর্পন করতে বাধ্য হই।


বিজ্ঞাপন

মানবের যুক্তিবুদ্ধি,জ্ঞানবিজ্ঞান,অংক ও তর্ক শাস্রের দৌর ওখানে এসেই শেষ হয়ে যায় যেখানে তার শুরু হয়েছিলো।

 

 

👁️ 9 News Views