প্রিয়া আমার প্রিয়া ছবির ১০ বছর পূর্ণ হলো

বিনোদন

বিনোদন প্রতিবেদক : প্রিয়া আমার প্রিয়া মুভির আজকে ১৩ বছর পূর্ণ হলো।মুভিটি শাকিব খানের ক্যারিয়ারে অন্যতম একটি মুভি।


বিজ্ঞাপন

যেই ১ কোটি টাকা বাজেটের মুভি ১৫ কোটি টাকা ইনকাম করে। শাকিব খানের পারিশ্রমিক ৫ লক্ষ থেকে ২৫ লক্ষ হয়ে যায় এই মুভি করার পর থেকেই।

পুরো মুভি জুড়েই শাকিবের অসাধারণ দাপট ছিল পুরোটাই জুড়েই ছিল শাকিবের হিরোইজম।যাইহোক সাহারা ও অনেক ভালো অভিনয় করে সাথে সকলে।


বিজ্ঞাপন

এই মুভির একটা ডাইলগ খুব ভালো লাখছেঃ প্রিয়া আমি তোমার রূপ কিংবা সম্পদ দেখে প্রেমে পরি নাই। আমার নাম হৃদয় এবং আমি তোমাকে হৃদয় দিয়েই ভালোবেসেছি।মুভিটির মূল থিম হলো প্রেম যে ধনি গরিব মানে না সেটা বুঝানো।


বিজ্ঞাপন

যাইহোক ১৩ বছর উপলক্ষে এই মুভির আগের দিন রাত্রে ডাউনলোড দেই তারপর সকালে ঘুম থেকে উঠে একটু স্টাডি করে দেখি মুভিটা।এই পর্যন্ত যতবার দেখছে মনটা জুড়িয়ে গেছে।

আর লুকটা না অসাধারণ ছিল।তখনকার সময়ে আইকনিক একটা লুক আমার খুব ভালো লাখছে।

সর্বশেষে একটি কথা শাকিবের সাথে শাবনুরের পরে আমার সবচেয়ে ভালো লাখত সাহারাকে। এই জুটিটা খুব মিস করি।

 

 

 

 

👁️ 20 News Views