মো. মনিরুল ইসলাম : প্রতিটি ছবির পিছনে একটা গল্প থাকে। ছবির object এক সময় হয়তো হারিয়ে কিংবা বিলুপ্ত হয়ে যায়, কিন্তু ছবিটা কোথাও না কোথাও থেকে যায়। পুলিশ অফিসার্স হাউজিং সোসাইটিতে তোলা আজকের এই ছবিগুলো এক বা একাধিক জায়গায় সংরক্ষিত থেকে যাবে। কালের বিবর্তনে এখানকার চিত্র একদিন নিশ্চয়ই পাল্টে যাবে, হয়তো বর্তমানের সাথে কোন মিলই খুঁজে পাওয়া যাবে না। ঠিক তেমনি ভাবে এই ছবিগুলোর গুরুত্বপূর্ণ object অর্থাৎ আমিও বদলে যেতে যেতে নিশ্চয়ই একদিন চলে যাবো অন্য ঠিকানায়। তখন পরিচিত কেউ এই ছবি দেখলে ক্ষনিকের জন্য হলেও আমাকে মনে করবে। ছবির পেছনের গল্পটাও হয়তোবা মনের অ-জ্ঞান স্তরে খুঁজতে পারে! তাইতো আজ ৩রা জুলাই ২০২১ ছবিগুলো রেখে দিলাম। করোনার এই নিদান কালে সবার জন্য শুভ কামনা!

👁️ 29 News Views
