মা…

অন্যান্য

সুকর্মা চৌধুরী : মাকড়সার ডিম ফুটে বাচ্চা বের হয়! শত শত ক্ষুদে বাচ্চা! ক্ষুধার্ত বাচ্চাগুলোর পৃথিবীতে আসার পরই খাদ্যের দরকার হয়!
কিন্তু মা মাকড়সা বাচ্চাদের ছেড়ে খাবার আনতে যেতে পারেনা এই ভয়ে যে, কেউ এসে বাচ্চার কোন ক্ষতি যদি করে দেয়!
নিরুপায় মা মাকড়সা শেষমেশ নিজ দেহটাকে বাচ্চাদের খাদ্য বানায়!
বাচ্চারা খুঁটে খুঁটে মায়ের দেহ খেয়ে একসময় চলে যায়, যার যার পথে! পড়ে থাকে মায়ের শরীরের খোলস!!
মা…

জাপানের ভয়াবহ ভূমিকম্পের সময়ের কথা!
উদ্ধারকর্মীরা একটি ভেঙ্গে পড়া বাড়ির ধ্বংসস্তুপ থেকে জীবিত কাউকে উদ্ধারের আশায় এসেছে! এ সময় বাড়িটির ভেতরে একটা ভেঙ্গে পড়া থামের নীচে এক মহিলার মৃতদেহ দেখতে পায় তারা!
মহিলাটির পিঠের উপর সিমেন্টের থাম পড়েছে! মহিলাটি হাঁটু গেড়ে মাটিতে উবু হয়ে বসে আছেন! যেন থামের আঘাত থেকে কিছুকে আড়াল করে রক্ষা করার চেষ্টা করছেন মহিলা!
রেসকিউ টিম থাম কেটে মহিলার মৃতদেহ উপুর করলে ভেতরে পাওয়া যায় এক বছর বয়সী এক ফুটফুটে বাচ্চা!
মা সন্তান কে রক্ষার জন্য এভাবেই উবু হয়ে রয়েছিলেন যাতে থাম ভেঙ্গে মায়ের পিঠে পড়ে! সন্তানের জীবন যদি বেঁচে যায় এই আশায়!
মা…

শহরের কোন এক বৃদ্ধাশ্রমের সকালের দৃশ্য! বিদেশ ফেরত এক সন্তান তার অসুস্থ বৃদ্ধা মা কে বৃদ্ধাশ্রমে এনে পাঁচ হাজার টাকা ধরিয়ে দেন বৃদ্ধাশ্রমের কর্মীদের তার মাকে জায়গা দেওয়ার জন্য!
সেদিন রাতে বৃদ্ধার মৃত্যু হয়!
বৃদ্ধাশ্রম থেকে বৃদ্ধার ছেলেকে খবর দেওয়া হয়, বৃদ্ধার ছেলে মায়ের লাশ ঠিকমত না দেখেই, বৃদ্ধাশ্রমের ম্যানেজার কুড়ি হাজার টাকা ঘুষ অফার করে, আপনি শুধু পুলিশ জিজ্ঞাসাবাদ করতে এলে বলবেন, এই মহিলাকে আপনি রাস্তার উপর মৃত পেয়েছেন! বলবেন না আমিই ওনাকে কাল এখানে এনে রেখেছি!
সেদিন ওই সন্তানের কথা শুনে বৃদ্ধাশ্রমের ম্যানেজার বোবা হয়ে গিয়েছিলেন!
মৃত মায়ের লাশের দায়িত্ব নিতে পারেনা, এমন ছেলেও কি আছে ?
মা

হৃদয়পুর রেলস্টেশনের শীতের রাতের সে ঘটনা।!
সেবার খুব শীত পড়েছিল!
বৃদ্ধা মা ছেলেকে নিয়ে থাকে প্ল্যাটফর্মে! এত দরিদ্র যে শীতে গায়ে দেয়ার কাঁথা মাত্র একটা! নিউমোনিয়ায় আক্রান্ত বৃদ্ধা! প্রতিদিনের মত ছেলে কাজ সেরে এসে মায়ের গায়ে কাঁথা টা টেনে দিয়ে নিজে শুলেন!
বৃদ্ধা মা শীতে ঠক ঠক করে কাঁপতে কাঁপতে…..!
সকালে সেই বৃদ্ধা কে মৃত পাওয়া গেল! বৃদ্ধার লাশ যখন পাওয়া গেল কাঁথাটা তখন ছেলের গায়ে ছিল! এই হলো
মা…

মাঝে মাঝে চিন্তা করি মা শব্দটার ডেফিনেশন কি! ভাষা হারিয়ে ফেলি!
পাতালের তলায় পৌছানো যাবে, দূরের গ্যালাক্সি ভ্রমন করা যাবে কিন্তু মা নামক মানুষটার ভালোবাসার কোন থই পাওয়া যাবেনা!
মায়েদের ভালোবাসা পরিমাপ করার মতো কোন ব্যারোমিটার এই পৃথিবীতে নেই!
আমি: সৃষ্টিকর্তা কে দেখিনি! আমি আমার মা কে দেখেছি…
কোনো মায়ের চোখের জল সৃষ্টিকর্তা বরদাস্ত কি করেন…..কি জানি !!!


বিজ্ঞাপন