অসহযোগিতা, স্বার্থপরতার নিদর্শন শাবনূর

বিনোদন

বিনোদন প্রতিবেদক : “প্রেমের তাজমহল” খ্যাত পরিচালক গাজী মাহবুব। রিয়াজ শাবনুর জুটিকে নিয়ে “প্রেমের তাজমহল” ছবিটি বানিয়ে দারুণ সফলতা ও পরিচালক হিসাবে খ্যাতি অর্জন করেন।


বিজ্ঞাপন

পরবর্তিতে তিনি একই জুটি নিয়ে “শিরি ফরহাদ” নামের আরেকটি ছবি নির্মাণ করতে গিয়ে কারিগরি ত্রুটির জন্য ১২৮০০ ফুট এক্সপোজড নেগেটিভ ক্যামেরার সাটার কম্পনে নষ্ট হয়ে যায়।

প্রযোজক সংস্থা ক্ষতির সামনে পড়ে ফলে তারা ছবিটি পুনরায় ছবিটি নির্মাণ করতে চাইনা তখন পরিচালক গাজী মাহবুব নিজের অর্থে ছবিটি নির্মাণ করেন।


বিজ্ঞাপন

এতে তাকে ঐ ছবির ইউনিট বা কলাকুশলী সবাই সহযোগিতা করেছিল শুধূ শাবনুর উল্টো দুই লাখ টাকা পারিশ্রমিক দাবি করে বসেছিল যা ঐ ছবির পরিচালককে কষ্ট দিয়েছিল।পরিচালক একটি পোস্টের মাধ্যমে সব বিষয়গুলো সুন্দরভাবে ক্লিয়ার করেছেন।


বিজ্ঞাপন

সত্যিই অবাক লাগে শাবনূরের মতো অভিনেত্রী ইন্ড্রাসটি থেকে শুধু নিয়েছেনই কিন্তু দেওয়ার সময় দেখিয়েছেন চরম স্বার্থপরতা।

👁️ 10 News Views