কান উৎসবে সরাসরি থাকছে ইত্তেফাক

আন্তর্জাতিক বিনোদন

বিনোদন প্রতিবেদক : আজ শুরু হচ্ছে ‘সিনেমার অলিম্পিক’ কান উৎসব। উৎসবে অফিসিয়াল সিলেকশনে জায়গা পেয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশের নির্মাতা আবদুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত ‘রেহানা মরিয়ম নূর’।


বিজ্ঞাপন

আঁ সার্তে রিগা বিভাগে রয়েছে এটি। বাংলাদেশি কোনো ছবির এটাই সবচেয়ে বৃহৎ আন্তর্জাতিক স্বীকৃতি।

বৈশ্বিক আসর কানে বাংলাদেশের ইতিহাস গড়ার সাক্ষী হবে ঐতিহ্যবাহী সংবাদপত্র দৈনিক ইত্তেফাক। সম্মানজনক এই আয়োজনের নানান প্রতিবেদন প্রকাশিত হবে ইত্তেফাক অনলাইনে।

এছাড়া উৎসব সংশ্লিষ্ট ভিডিও থাকবে ইত্তেফাকের অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।

সাধারণত মে মাসে কান উৎসব হয়ে থাকে। কিন্তু করোনা মহামারির কারণে দুই মাস পিছিয়েছে এবারের আসর। আজ ৬ জুলাই শুরু হয়ে এই আয়োজন চলবে ১৭ জুলাই পর্যন্ত।

৭৪তম কান উৎসবে অংশগ্রহণের জন্য অ্যাক্রেডিটেশন পেয়েছেন দৈনিক ইত্তেফাকের অনলাইন ইনচার্জ জনি হক।

তিনি এখন ফ্রান্সের উপকূলীয় শহরে অবস্থান করছেন। উৎসব প্রাঙ্গণে উপস্থিত থেকে আয়োজনের নানা দিক তুলে ধরবেন পাঠকের জন্য।

হলিউড-বলিউডসহ বিভিন্ন দেশের নামি-দামি তারকা ও রথি-মহারথি চলচ্চিত্র ব্যক্তিত্বদের মুখোমুখি হওয়ার গল্প পাঠকদের কাছে তুলে ধরবেন সরাসরি।

কানে বাংলাদেশের ইতিহাস গড়ার মাহেন্দ্রক্ষণ নিয়ে থাকবে বিশেষ আয়োজন।

কান উৎসব নিয়ে বরাবরই বাংলাদেশের দর্শক ও পাঠকদের মধ্যে ব্যাপক কৌতূহল কাজ করে। কান উৎসবে প্রয়াত তারেক মাসুদের ‘মাটির ময়না’ ফিপরেস্কি জিতে গৌরব বয়ে এনেছিলো ২০০২ সালে। ‘রেহানা মরিয়ম নূর’ আরও দারুণ কিছু উপহার এনে দেবে, এই প্রত্যাশায় বাংলাদেশ।

প্রতি বছর সারাবিশ্ব থেকে সাংবাদিকদের কান চলচ্চিত্র উৎসবে সরাসরি অংশগ্রহণের সুযোগ দেন আয়োজকরা।

এরই অংশ হিসেবে অ্যাক্রেডিটেশন পেয়েছেন দৈনিক ইত্তেফাকের অনলাইন ইনচার্জ জনি হক। কানের সবশেষ পাঁচটি আসরে অংশ নিয়েছেন তিনি।

এ নিয়ে ষষ্ঠবারের মতো সাগরপাড়ের শহর থেকে পুরো উৎসবের খবর জানাবেন ইত্তেফাক পাঠকদের।