
এস. এম. সালমান হৃদয়, (বগুড়া) : বগুড়া সদর উপজেলার ১০নং লাহিড়ীপাড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ডেকড়া পশ্চিমপাড়া আব্দুল খালেকের বাড়ি থেকে আব্দুর রহিমের বাড়ি পর্যন্ত রাস্তার দীর্ঘদিনের বেহাল অবস্থা শেষ হয়েছে।

বর্ষাকালে কাদা-পানি ও উঁচু-নিচু গর্তে ভরা এই রাস্তায় পায়ে হেঁটেও চলাচল করা ছিল কষ্টকর। অবশেষে ইউনিয়ন পরিষদের ট্যাক্সের টাকা দিয়ে রাস্তাটিতে ইট বিছানোর কাজ সম্পন্ন করা হয়েছে।
রাস্তাটি সংস্কারের ফলে এলাকাবাসীর দৈনন্দিন চলাচলে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এ রাস্তা চলাচলের জন্য বিপজ্জনক ছিল, বিশেষ করে বৃষ্টির সময়। এখন রাস্তা ইট বিছানো হওয়ার কারণে নিরাপদ ও সহজে চলাচল করা যাচ্ছে।

চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আপেল মাহমুদ বিষয়টি ব্যাখ্যা করে বলেন, “জনগণের ট্যাক্সের টাকাকে তাদের কল্যাণে ব্যবহার করা আমাদের দায়িত্ব। এই রাস্তার সংস্কারও সেই প্রচেষ্টার অংশ। আমরা সব ওয়ার্ডে রাস্তাঘাটের উন্নয়নের জন্য কাজ অব্যাহত রাখব।”

ইউপি সদস্য নুরুল ইসলাম গোফফার বলেন, “এলাকাবাসীর দীর্ঘদিনের চাহিদা অনুযায়ী রাস্তাটির উন্নয়ন সম্ভব হয়েছে। এখন মানুষ স্বস্তিতে চলাফেরা করতে পারছে। ভবিষ্যতেও উন্নয়ন কাজ অব্যাহত থাকবে।”
এলাকাবাসী রাস্তার উন্নয়নে সন্তোষ প্রকাশ করেছেন এবং স্বাচ্ছন্দ্যে চলাচলের জন্য ধন্যবাদ জানিয়েছেন।
