হাটহাজারীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ : ১০ কোটি টাকার সরকারি সম্পদ পুনরুদ্ধার

Uncategorized অপরাধ আইন ও আদালত চট্টগ্রাম প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

মোহাম্মদ মাসুদ (চট্টগ্রাম) : চট্টগ্রামের হাটহাজারীতে চট্টগ্রাম জেলা পরিষদের ছয় শতক সরকারি সম্পদ অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মাণ করে ব্যবসা পরিচালনা করছিল একটি চক্র। জেলা পরিষদের উদ্যোগে হাটহাজারীর কাচারি সড়কে পৌরসভার কার্যালয় সংলগ্ন এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে প্রায় ১০ কোটি টাকার সরকারি সম্পদ পুনরুদ্ধার করা হয়েছে।


বিজ্ঞাপন

মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।

চট্টগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (ট্রেজারী শাখা, ফ্রন্ট ডেস্ক ও ই-সেবা কেন্দ্র) মো. ইসরাফিল জাহান অভিযানে নেতৃত্ব দেন। তিনি বলেন, সরকারি জমি কেউ দখল করে রাখতে পারবে না। অবৈধ দখলদারদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


বিজ্ঞাপন

অভিযান সূত্রে জানা যায়, দীর্ঘ বছর ধরে একটি চক্র সরকারি সম্পত্তি আত্মসাৎ করে আসছিল।


বিজ্ঞাপন

অভিযান পরিচালনাকালে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদে জেলা পরিষদের পর্যাপ্ত জনবল ও হাটহাজারী মডেল থানার সক্রিয় দায়িত্বে অভিযান সফল করে। পুলিশ ঘটনাস্থলে প্রথমে কয়েকজন দোকানদার অভিযান বন্ধ করতে চেষ্টা করেন। পরে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে আসার পর উচ্ছেদ অভিযান শুরু হয়।

এ সময় অবৈধভাবে নির্মিত স্থাপনা ভেঙে ফেলা হয় এবং টিনের ঘেরা তৈরি করে জেলা পরিষদের সাইনবোর্ড স্থাপন করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, এ অভিযানের মাধ্যমে সরকারি প্রায় ১০ কোটি টাকার সম্পদ পুনরুদ্ধার করা হয়েছে।

অভিযান চলাকালে চট্টগ্রাম জেলা পরিষদের সহকারী ইঞ্জিনিয়ার, হাটহাজারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান, মডেল থানার ওসি মনজুর কাদের ভুঁইয়া, সেনাবাহিনী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সদস্য এবং সরকারি সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

👁️ 120 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *