গাছা থানায় ইজিবাইকসহ ৩ চোর গ্রেফতার

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : ০৮/০৭/২০২১ তারিখ রাত্র অনুমান ০৪.০০ ঘটিকার সময় গাছা থানাধীন সাইনবোর্ডস্থ আব্বাস আলী মেম্বার রোড আদিফ টেইলার্স (প্রোঃ আল আমীন) রফিক সুপার মার্কেট এর সামনে পাকা রাস্তার উপর হইতে ইজি বাইক চুরি করাকালীন সময় গাছা থানা পুলিশ আসামী ১। নান্নু মিয়া (৩৩), পিতা- মৃত মোজাম্মেল হক, সাং- কালিরখামার অংশ (তুহিনের বাড়ীর পাশে), থানা- সুন্দরগঞ্জ, জেলা -গাইবান্ধা, এ/পি- নাওজুরি (আরিফ এর বাড়ীর ভাড়াটিয়া),থানা- বাসন, গাজীপুর মহানগর। ২. মোঃ নুর আলম (২৪), পিতা- মৃত হাছেন আলী, সাং- ভগবতীপুর, কুটিরপাড়া, বৈরাটিহাট, থানা- মিঠাপুকুর, জেলা –রংপুর এ/পি- ভোগড়া (নুরু ইসলাম এর বাড়ীর ভাড়াটিয়া মাটির মসজিদ সংলগ্ন), থানা- বাসন, গাজীপুর মহানগর ৩. মোঃ রফিকুল ইসলাম (৩৮), পিতা- মোঃ মতিউর রহমান সাং- ধনশালা (নেদু মন্ডল এর বাড়ীর পাশে, ০৩নং ওয়ার্ড পৌরসভা) , থানা- পীরগঞ্জ, জেলা -রংপুর, বাংলাদেশ এ/পি- ভোগড়া (নুরু ইসলাম এর বাড়ীর ভাড়াটিয়া মাটির মসজিদ সংলগ্ন), থানা- বাসন, গাজীপুর মহানগর‌;দের গ্রেফতার করে। তাহাদের বিরুদ্ধে গাছা থানার মামলা রুজু করা হয়।


বিজ্ঞাপন
👁️ 3 News Views