বিদেশী পিস্তল, গুলিসহ ১ অস্ত্র ব্যবসায়ী আটক

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : সিপিসি-২, নাটোর ক্যাম্প, র‍্যাব -৫ রাজশাহীর একটি অপারেশন দল গত ১২ জুলাই ২০২১ ইং তারিখ রাএী আনুমানিক ০৮.৩৫ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নওগাঁ জেলার মান্দা থানাধীন কিত্তলী গ্রামস্থ জ্যোতি কোল্ড স্টোরেজের পাশে একটি অভিযান পরিচালনা করে।


বিজ্ঞাপন

উক্ত অভিযানে, বিদেশী পিস্তল- ০১ টি, ম্যাগজিন- ০১ টি, গুলি- ০৬ রাউন্ড, ওয়ান শুটারগান- ০১ টি ও শপিং ব্যাগ- ০১ টিসহ মোঃ মিজান শেখ (২২), পিতা- মৃত আবুল হোসেন, সাং- প্রসাদপুর বাগদোয়া, থানা- গোমস্তাপুর, জেলা- চাঁপাইনবাবগঞ্জকে আটক করে। ধৃত অস্ত্র ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

 

 

👁️ 5 News Views