সেনাপ্রধানের মানবিক সহায়তা প্রদান

অপরাধ খুলনা জাতীয়

মামুন মোল্লা, খুলনা : মঙ্গলবার ১৩ জলাই, সকাল ১০ টা ৫ মিনিটে খুলনা মহানগরীতে বাংলাদেশ সেনা প্রধান এস এম শফিউদ্দিন আহমেদ, ওএসপি, এনডিইউ, পিএসসি এঁর আগমন উপলক্ষে কেএমপি’র কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা মহোদয় ফুল দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।


বিজ্ঞাপন

খুলনা জেলা স্টেডিয়ামে সেনা প্রধান এস এম শফিউদ্দিন আহমেদ, ওএসপি, এনডিইউ, পিএসসি অসহায় ও দুঃস্থদের মাঝে মানবিক সহায়তা প্রদান করেন।

এ-সময় বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল এফ এম জাহিদ হাসান, সিজিসি; ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি মোঃ নুরুল আনোয়ার, এনডিসি, এইচডিএমসি, এএফডব্লিউসি, পিএসসি, জি এবং মেজর জেনারেল আবু সাঈদ সিদ্দিক, এমজিও উপস্থিত ছিলেন।

সেনা প্রধান খুলনা সার্কিট হাউজে খুলনা বিভাগের অসামরিক শীর্ষ পর্যায়ের কর্মকর্তাবৃন্দের সাথে মতবিনিময়কালে খুলনা বিভাগের সম্মানিত বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন, এনডিসি; কেএমপি’র কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা; খুলনা রেঞ্জের ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দিন, বিপিএম-বার; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) এসএম ফজলুর রহমান; অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) সরদার রকিবুল ইসলাম, বিপিএম-সেবা; কমান্ডিং অফিসার র‍্যাব-৬ লে. কর্ণেল রওশানুল ফিরোজ; খুলনা জেলার জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার; খুলনা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান; ডেপুটি পুলিশ কমিশানর (সদর) মোহাম্মদ এহসান শাহ্-সহ বাংলাদেশ সেনাবাহিনী, কেএমপি, খুলনা রেঞ্জ এবং জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।