অজ্ঞাত নামা লাশ শনাক্তে পিবিআই

অপরাধ

হবিগঞ্জ জেলা ক্রাইম সিন টিম তৎপর


বিজ্ঞাপন

নিজস্ব প্রতিনিধি : অজ্ঞাত নামা লাশ শনাক্তে পিবিআই হবিগঞ্জ জেলা ক্রাইম সিন টিম মাঠে নেমেছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।

সূত্রমতে, অজ্ঞাত নামা লাশ সনাক্তকরণ এর জন্য মোবাইল ফিংগার ফ্রিন্ট স্কেনার দিয়ে অজ্ঞাত নামা মৃত দেহের দুই হাতের মধ্যমা ও বৃদ্ধাংগুলির ছাপ ঘটনাস্থল থেকেই জিপি আর এস বা ইন্টারনেট সংযোগের মাধ্যমে যাচাই ও শনাক্তের জন্য পাঠানো হয় পিবিআই সদর দপ্তরের এন আইডি ল্যাবে ।

সেখানকার দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা তথ্য গুলো পিবিআই সদর দপ্তরের সেন্টাল এপ্লিকেশন সার্ভার থেকে যাচাইয়ের জন্য নির্বাচন কমিশনে রক্ষিত ফিংগার প্রিন্ট ডেটাবেইসে প্রেরণ করে মৃত ব্যক্তির ছবি ঠিকানাসহ তথ্য সরবরাহ করে থাকেন। আর এভাবে খুব সহজেই পিবিআই অজ্ঞাত নামা মৃত দেহের পরিচয় শনাক্ত করে থাকে।