মাগুরা হটলাইনের সদস্যদের অপরাজেও মানবসেবা

সারাদেশ

নিজস্ব প্রতিনিধি : মাগুরা যুবলীগের হটলাইন টিমের সদস্যদের যেন করোনা মহামারীর ভয় কিংবা ঝড় বৃষ্টি ও থামাতে পারেনি মানব সেবা থেকে। চুল পরিমাণ ও সরাতে পারেনি জীবনের ঝুঁকি নিয়ে ফোন পাওয়া মাত্র ছুটে যাচ্ছে অক্সিজেন সিলিন্ডার নিয়ে শ্বাস কষ্টে ভোগা করোনা রোগীর বাড়িতে।


বিজ্ঞাপন

ওরা মাগুরা বাসীর সাহস ওরা মাগুরার সাহসী সম্মুখ যোদ্ধা ওরা হটলাইন টিমের সদস্য।

কয়েকদিন পূর্বেই করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে বৃদ্ধামাতা, এখন ছেলে রইচ ও ছেলের বৌ শারমিন সুলতানা দু’জনেই করোনা পজেটিভ হয়ে ভীতসন্ত্রস্ত।


বিজ্ঞাপন

হঠাৎ শ্বাসকষ্ট দেখা দিলে ফোন পেয়ে বৃষ্টিতে ভিজেই অক্সিজেন সিলিন্ডার নিয়ে ছুটলেন “হটলাইন টিম”।


বিজ্ঞাপন

এভাবেই গভীর রাত পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে শ্বাসকষ্ট পাওয়া রোগীদের বাড়িতে বাড়িতে অক্সিজেন সিলিন্ডার নিয়ে ছুটে যান, সাংসদ এ্যাড. সাইফুজ্জামান শিখর এর সার্বিক সহযোগীতায় মাগুরা জেলা আওয়ামী যুবলীগ আহবায়ক মো. ফজলুর রহমান পরিচালিত যুবলীগ হটলাইন টিমের সদস্যরা।

👁️ 9 News Views