নীলফামারীতে অগ্নি নির্বাপন মহড়া অনুষ্ঠিত

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : মঙ্গলবার ১৭ আগস্ট সকাল ১০ টায় পুলিশ সুপার,নীলফামারী মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম,পিপিএম এর নির্দেশনায় পুলিশ লাইন্স,নীলফামারী মাঠে জেলা পুলিশের ভবনসমূহে অগ্নি নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে নীলফামারী সদর ফায়ার সার্ভিসের সহযোগিতায় অগ্নি নির্বাপন মহড়া (ফায়ার ড্রিল) অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন

উক্ত অগ্নি নির্বাপক মহড়া (ফায়ার ড্রিল) চলাকালীন সময়ে উপস্থিত ছিলেন লিজা বেগম,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন), নীলফামারী, মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর),নীলফামারী, মুহম্মদ মনিরুজ্জামান,শিক্ষানবিশ,সহকারী পুলিশ সুপার,নীলফামারী, অফিসার ইনচার্জ,সদর-থানা, নীলফামারী, মোঃ মিয়ারাজ উদ্দিন,সিনিয়র স্টেশন অফিসার,ফায়ার সার্ভিস,নীলফামারী‌,আর আই,পুলিশ লাইন্স,নীলফামারী সহ জেলা পুলিশ নীলফামারী ও ফায়ার সার্ভিসের বিভিন্ন পদমর্যাদার অফিসার-ফোর্স উপস্থিত ছিলেন।

 

 

👁️ 5 News Views