জয়পুরহাটে মামলার আসামী গ্রেফতার

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : জয়পুরহাট (কালাই) থানার মামলা নং ২ তারিখ ১/১/২১ ধারা১৭০/১৭১/ ৩২৮/৩৭৯/৩৮২/৪১৬/৪১৭/৪২০/৫০৬(২) পেনাল কোড এর তদন্তকারী কর্মকর্তা এস আই প্রতাপ কুমাট সিংহ সিআইডি জয়পুরহাট আসামী মোঃ শফিকুল ইসলাম করিম (৪৫) পিতা সাইদার রহমান, সাং বড়বাড়ি থানা ও জেলা লালমনিরহাটকে লালমনিরহাটের রানু ব্যাটারী ঘর থেকে গ্রেফতার পূর্বক তার দেয়া স্বীকারোক্তি অনুযায়ী মামলায় চুরি যাওয়া ইজিবাইক উদ্ধার করে জব্দ তালিকা মূলে জব্দ করে। পরে ধৃত আসামীকে নিয়ে রংপুর পীরগাছা থানাধীন অনন্তরাম এলাকায় অভিযান পরিচালনা করে জনৈক সাইদুলের বাসার ভাড়াটিয়া ২ নং আসামি মোঃআঃ জব্বার (৫০) পিতা মৃত সৈয়দ আলী,সাং মাধুটারী থানা ও জেলা লালমনিরহাটকে অত্র মামলায় গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করে। বিজ্ঞ আদালতে সোপর্দকৃত আসামীরা সেচ্ছায় দোষ স্বীকার করে সিআরপিসি ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেছে। উল্লেখ্য যে ইতিপূর্বে অত্র মামলায় ৩ (তিন)জন আসামিকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


বিজ্ঞাপন

 

 

👁️ 13 News Views