স্বাস্থের ডিজির কুড়িগ্রাম ২৫০ শয্যা হাসপাতাল পরিদর্শন

স্বাস্থ্য

নিজস্ব প্রতিনিধি : রবিবার ২৯ আগস্ট সকালে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম কুড়িগ্রাম ২৫০ শয্যা হাসপাতাল পরিদর্শন করেন।


বিজ্ঞাপন

পরিদর্শনকালে সেখানে কর্মরত চিকিৎসক ও কর্মচারীদের সীমাবদ্ধতা সত্ত্বেও সেবাদান কাজ এগিয়ে নিয়ে চলার প্রসংশা করেন এবং হাসপাতাল চত্বরে একটি বৃক্ষরোপণ করেন।

হাসপাতালটির জরুরী বিভাগ পরিদর্শনকালে সেখানে উপস্থিত কুকুরের কামড়ের ক্ষত নিয়ে চিকিৎসা প্রত্যাশী একজন রোগীর চিকিৎসা কাজে কর্তব্যরত চিকিৎসকের সাথে তিনি নিজেও অংশ নেন।


বিজ্ঞাপন

এছাড়া প্রধানমন্ত্রীর অনুশাসন মেনে ,পর্যাপ্ত নরমাল ডেলিভারির ব্যবস্থা করায় কুড়িগ্রামের স্বাস্থ্য বিভাগের সকল চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের প্রসংশা করেন।


বিজ্ঞাপন

হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ে কর্তৃপক্ষের সজাগ দৃষ্টি ও উন্নয়ন কার্যক্রমের গতিশীলতা বিষয়ে প্রশংসা করেন।

পরিদর্শন শেষে তিনি পরিদর্শন বইতে সাক্ষর করেন এবং কোভিড-১৯ মহামারীর মাঝেও চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কাজের জন্য উৎসাহ প্রদান করেন।

 

👁️ 9 News Views