শাহ কামাল সবুজ : বাধভাঙ্গা আনন্দ উচ্ছ্বাসে উদযাপিত হল স্বরূপকাঠি ৮৮ ব্যাচের পূর্ণমিলনী অনুষ্ঠান। দীর্ঘ করোনার লকডাউন শেষ হতে না হতেই পিরোজপুর জেলার স্বরূপকাঠি ৮৮ ব্যাচের ঢাকায় অবস্থানরত চাকুরীজীবিরা সেগুনবাগিচার বাগিচা হোটেল এন্ড রেস্টুরেন্টের দোতলায় এ পূর্ণমিলনী অনুষ্ঠানের আয়োজন করে। দীর্ঘ বছর পর একসময়ের স্কুল কলেজের সহপাঠীদের একসাথে পেয়ে সবাই আনন্দ উল্লাসে ফেটে পড়ে। সবাই ফিরে যায় সেই হারানো ৮৮ সালে। স্মৃতি গুলো জাগরিত হতে থাকে চেনা অচেনা মুখ গুলো নতুন করে দেখে।

👁️ 7 News Views
