নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে মাদকদ্রব্য সেবন ও বিক্রির অভিযোগে ৮৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মো. মাসুদুর রহমান জানান, শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের কাছ থেকে ১ হাজার ১২৬টি ইয়াবা, তিন হাজার ১৯০ পুরিয়া হেরোইন, কিছু গাঁজা ও ১২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬২টি মামলা করা হয়েছে বলে জানান মাসুদুর রহমান।

👁️ 6 News Views
