নিজস্ব প্রতিনিধি ঃ বৃহস্পতিবার ২৭ জানুয়ারি, উপ-পুলিশ কমিশনার নগর বিশেষ শাখা বিএমপি (বরিশাল কেপিআই সার্ভে টিম সভাপতি) খান মুহাম্মদ আবু নাসের নগরীর গ্যাস টারবাইন বিদ্যুৎ কেন্দ্র, বেতার, ডিএইচএফ (ট্রান্সমিশন, বিটিসিএল), বরিশাল বিভাগীয় টেলিফোন এক্সচেঞ্জ, বাংলাদেশ ব্যাংক ও বিমানবন্দর সহ মোট ৬ (ছয়টি) কেপিআই বার্ষিক পরিদর্শন করেন।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নগর বিশেষ শাখা রুনা লায়লা, ক্যাপ্টেন শেখ হাসিনা সেনানিবাস শেখ জুবায়ের শুভ, সহকারী পুলিশ কমিশনার নগর বিশেষ শাখা মোঃ মেহেদী হাসান, সিআই ওয়ান (পুলিশ পরিদর্শক নগর বিশেষ শাখা) মোঃ জাহিদ, ফিল্ড অফিসার এনএসআই বরিশাল ফুয়াদুল ইসলাম সহ কেপিআই সার্ভে টিমের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
👁️ 1 News Views
