রাজবাড়ীতে র‍্যাবের অভিযানে ফেন্সিডিল সহ ১ জন মাদক ব্যবসায়ী আটক

অন্যান্য এইমাত্র

নিজস্ব প্রতিনিধি ঃ র‌্যাব-৮, সিপিসি-২ একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী জেলার পাংশা থানাধীন ডন মোড় নামক স্থানে কুষ্টিয়া টু রাজবাড়ী মহাসড়কের উপর চেকপোস্ট স্থাপন করে অভিযান পরিচালনা করে।


বিজ্ঞাপন

উক্ত অভিযান পরিচালনা কালে মাধ্যমে মাদক ব্যবসায়ী মোঃ লাল্টু মিয়া(২৭), পিতা-মোঃ আব্দুল গাফ্ফার, সাং-অনন্তপুর, থানা-মহেশপুর, জেলা-ঝিনাইদহকে আটক করেন।

এ সময় আটককৃত আসামীর হেফাজত হতে ১৯২ বোতল ফেন্সিডিল, মাদক সরবরাহের কাজে ব্যবহৃত ১ টি ট্রাক, ট্রাকে থাকা ৪২পিচ স্টিলের সীট এবং মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ১টি সীমকার্ডসহ ১টি মোবাইল ফোন জব্দ করা হয় ।


বিজ্ঞাপন

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তির স্বীকারোক্তি থেকে জানা যায় সে পেশাদার মাদক ব্যবসায়ী।


বিজ্ঞাপন

সে দীর্ঘদিন যাবৎ ট্রাক যোগে ফেন্সিডিল সরবরাহ করে রাজবাড়ী জেলাসহ দেশের বিভিন্ন জেলায় মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রয় করে আসছে।

উদ্ধারকৃত মালামাল সহ আটককৃত ব্যক্তির বিরুদ্ধে রাজবাড়ী জেলার পাংশা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধ্যাদেশ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।

👁️ 20 News Views