রাজধানীর উত্তরা ও গাজীপুরে র‍্যাবের পৃথক অভিযানে ৩১ কেজি গাঁজা সহ ৩ জন গ্রেফতার

Uncategorized অপরাধ

নিজস্ব প্রতিবেদক ঃ র‌্যাব-১ এর পৃথক অভিযানে রাজধানীর উত্তরা এবং গাজীপুর জেলার কালীগঞ্জ হতে ৩১ কেজি গাঁজা সহ ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার এবং মাদক পরিবহনে ব্যবহৃত ১ টি পিকআপ জব্দ হয়েছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।

জানা গেছে, চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে এই প্রতিপাদ্য কে সামনে রেখে মঙ্গলবার ২৬ এপ্রিল আনুমানিক রাত ১২ টা ৫০ মিনিটের সময় র‌্যাব-১, উত্তরা, ঢাকা এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ডিএমপি, উত্তরা পশ্চিম থানাধীন আব্দুল্লাহপুর মেসার্স উত্তরা ফিলিং এন্ড সিএনজি স্টেশন এর সামনে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ রাকিব হাসান (২৭), পিতা-মোঃ শামসুদ্দিন, মাতা-লায়লি বেগম, সাং-সাচেয়া, থানা-ভোলা সদর, জেলা-ভোলা’কে ২০ কেজি গাঁজা (আনুমানিক মূল্য ২,৪০,০০০ টাকা), ১ টি মোবাইল ফোন ও নগদ ৮,৮০০ টাকাসহ গ্রেফতার করে। এছাড়াও র‌্যাব-১ এর অন্য একটি আভিযানিক দল মঙ্গলবার ২৬ এপ্রিল, আনুমানিক ৬ টা ২০ মিনিটের সময় গাজীপুর জেলার কালীগঞ্জ থানাধীন কাপাসিয়া মোড় সংলগ্ন ‘মহারাণী রেস্টুরেন্ট এন্ড ফাস্ট ফুড’ নামীয় দোকানের সামনে পাকা রাস্তার উপর অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে মাদক ব্যবসায়ী মোঃ হাবিব (২২), পিতা- মোঃ হারেছ, জেলা- নেত্রকোনা ও মোঃ সিরাজুল ইসলাম (৩৭), পিতা- মোঃ খাদেমুল ইসলাম, জেলা- রংপুরদের’কে ১১ কেজি গাঁজা (আনুমানিক মূল্য ১,৩২,০০০টাকা), মাদক পরিবহণে ব্যবহৃত ১ টি পিকআপ, ২ টি মোবাইল ফোন এবং নগদ ৯৭০ টাকাসহ গ্রেফতার করে করে।

উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


বিজ্ঞাপন
👁️ 10 News Views