গোপালগঞ্জের মুকসুদপুরে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ

Uncategorized খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

মোঃ সাইফুর রশিদ চৌধুরী   :  গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে বিভিন্ন গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন জেলার শীর্ষ প্রশাসনিক ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাবৃন্দ। আজ সোমবার (১২ জানুয়ারি) তারা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্থাপিত ভোটকেন্দ্রগুলো সরজমিনে ঘুরে দেখেন।


বিজ্ঞাপন

​কেন্দ্র পরিদর্শনে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মো: আরিফ-উজ-জামান, পুলিশ সুপার জনাব মো: হাবিবুল্লাহ এবং গোপালগঞ্জ জেলায় মোতায়েনকৃত সেনা ইউনিটের (৯৯ ইস্ট বেঙ্গল) অধিনায়ক লে. কর্নেল জেড এম নাজমুল ইসলাম, পিএসসি।

​পরিদর্শনকালে কর্মকর্তাবৃন্দ মুকসুদপুর উপজেলার বাটিকামারী উচ্চ বিদ্যালয়, বড় বনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং গোলাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শনকালে জেলা প্রশাসক ও পুলিশ সুপার কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা, অবকাঠামো এবং ভোটারদের নির্বিঘ্নে ভোট প্রদানের পরিবেশ নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বজায় রাখতে প্রশাসনের জিরো টলারেন্স নীতির কথা পুনর্ব্যক্ত করা হয়।


বিজ্ঞাপন

​এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা, মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।


বিজ্ঞাপন

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে জেলাজুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

👁️ 26 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *