সিএনজি যাত্রীদের বিশ্বস্ত সঙ্গী সিএমপির ‘আমার গাড়ী নিরাপদ’ ডাটাবেজ

Uncategorized অন্যান্য

নিজস্ব প্রতিনিধি ঃ বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী জয়দেব গোস্বামী(২৪) গত ২০ এপ্রিল সকাল ৮ টা ৫ মিনিটের সময় চকবাজার ফোরস্টার হোটেলের সামনে থেকে সিএনজি নিয়ে খুলশী বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, চট্টগ্রামে প্রশিক্ষণের উদ্দেশ্যে রওনা দেন।

প্রশিক্ষণ কেন্দ্রে পৌঁছার পর তিনি সিএনজিতে মোবাইল মানিব্যাগ রেখেই গাড়ি ভাড়া দিয়ে দ্রুত নেমে যান। সিএনজি ড্রাইভারও দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

পরবর্তীতে তিনি সিএমপির সিএনজি যাত্রীবান্ধব কার্যক্রম “আমার গাড়ী নিরাপদ” এর কথা জানা থাকায় তাৎক্ষণিকভাবে আশেপাশে সিসি ক্যামেরার মাধ্যমে সিএনজি নম্বর সংগ্রহ করার চেষ্টা করেন।কিন্তু সে প্রশিক্ষণ কেন্দ্রের আশেপাশে কোন সিসি ক্যামেরা না থাকায় সিসি ফুটেজ সংগ্রহ করতে না পারলেও দমে যাননি।

তিনি যথারীতি চকবাজার ফোরস্টার হোটেলের সামনে সিএনজিতে উঠার স্হানে গিয়ে সিসি ক্যামেরা পেয়ে সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে তার বাহনকৃত সিএনজি অটোরিক্সার নম্বর বের করতে সক্ষম হন এবং খুলশী থানায় চলে আসেন। খুলশী থানা পুলিশ তাৎক্ষণিকভাবে ‘আমার গাড়ী নিরাপদ’ ডাটাবেজ ব্যবহার করে সিএনজির ড্রাইভার ও মালিকে থানায় হাজির করেন।

তিনি সিএনজি ড্রাইভার কে সনাক্ত করতে পারেন এবং তার হারানো মোবাইল ও মানিব্যাগ ফিরে পান।


বিজ্ঞাপন
👁️ 7 News Views