স্পোর্টস ডেস্ক : ঘরোয়া ক্রিকেট ছিল না। তবে এই সময়টাতে নিজেকে ক্রিকেটে ব্যস্ত রেখেছিলেন মোহাম্মদ আশরাফুল। নিজের হারানো দিনগুলো ফিরে পেতে লড়াই করা এই তারকা খেলেছেন ইংল্যান্ডের প্রতিযোগিতামুলক টুর্নামেন্টে।

কেন্ট প্রিমিয়ার লিগে ব্ল্যাকহিথ ক্লাবের হয়ে দীর্ঘ তিন মাস কাটিয়ে দেশে ফিরেছেন তিনি। সেখানে ১১টি ইনিংসে ৪৫০ রান করছেন আশরাফুল।
ব্যাট হাতে সফল থাকা আশরাফুল বল হাতেও ছিলেন সফল। শিকার করেছেন ২০ উইকেট। সামনে জাতীয় লিগ শুরু হবে। সেখানেই ভালো করার প্রচেষ্টা এবার আশরাফুলের। দোয়া চেয়েছেন সবার কাছে।

👁️ 5 News Views
