সদরঘাটের টাইগার

এইমাত্র বিনোদন বিবিধ

বিনোদন প্রতিবেদক : টিভি পর্দার ব্যস্ত অভিনেতা শ্যামল মাওলা। সারা বছরই নাটকের শুটিং নিয়ে ব্যস্ত থাকেন। নানামাত্রিক চরিত্রে অভিনয় করে পেয়েছেন দর্শকপ্রিয়তা। সম্প্রতি শেষ করেছেন নতুন একটি ওয়েব সিরিজের কাজ। সেখানে তাকে যাবে ভিন্নলুকে।


বিজ্ঞাপন

ওয়েব সিরিজটির নাম ‘সদরঘাটের টাইগার’। এতে শ্যামল মাওলার বিপরীতে অভিনয় করেছেন ফারহানা হামিদ। ওয়েব প্লাটফর্মের জন্য নির্মিত এই সিরিজটি পরিচালনা করেছেন সুমন আনোয়ার।

‘সদরঘাটের টাইগার’ গল্পে দেখা যাবে, সদরঘাটের এক শ্রমিক টাইগার যে কিনা ডকওয়াটে কাজ করে। গল্পের লাইলীর সাথে তার প্রেম হয় এবং যেদিন লাইলীর বিয়ের কথা হয় সেদিন তার কাষ্টমারের সাথে তাকেও মেরে ফেলার পরিকল্পনা করা হয়। এভাবেই সাজানো একটি গল্পে নির্মিত হয়েছে ওয়েব সিরিজটি।


বিজ্ঞাপন

শ্যামল বলেন, ‘সদরঘাটের টাইগার’ সুন্দর একটি গল্পে নির্মিত হয়েছে। পুরান ঢাকার বিভিন্ন রিয়েল লোকেশন ছাড়াও সদরঘাটে করা হয়েছে। ‘সদরঘাটের টাইগার’ এর দুর্দান্ত গল্প আর অনন্য উপস্থাপনার জন্যে দর্শকরা দারুণ ভাবে উপভোগ করতে পারবেন বলে আমি আশাবাদী।


বিজ্ঞাপন
👁️ 16 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *