নিজস্ব প্রতিবেদক ঃ তুমব্রু সীমান্তে গোলাগুলিতে নিহত ডিজিএফআই কর্মকর্তার দাফন সম্পন্ন হয়েছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের। 
জানা গেছে, বান্দরবানের তুমব্রু সীমান্তে মাদকবিরোধী অভিযানে গিয়ে মায়ানমারের সন্ত্রাসীদের গুলিতে নিহত ডিজিএফআইয়ে কর্মরত বিমানবাহিনীর কর্মকর্তা রেজওয়ান রুশদির দাফন সম্পন্ন হয়েছে।
নিহত রেজওয়ান রুশদি ৫ ভাই বোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়। এ ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
এর আগে ঢাকা ক্যান্টেনমেন্টে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে বাংলাদেশ বিমানবাহিনীর একটি হেলিকপ্টারে করে তার মরদেহ পাংশা সরকারি জর্জ উচ্চ বিদ্যালয় মাঠে নেওয়া হয়। সেখানে বিমানবাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। (সুত্রঃ ডিফেন্স রিসার্চ ফোরাম)

👁️ 6 News Views
